Announcement:

Language:  

সভাপতি মহোদয়ের বাণী

আমি গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চব্বিশ নগর উচ্চ বিদ্যালয় ও কলেজের
গভর্নিং বডির সভাপতি হওয়ায় অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রতিষ্ঠান টি রাজশাহী জেলা সদর থেকে
২০ কিলোমিটার উত্তরে এবং উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার পুবদিকে ৪ নং রিশিকুল ইউনিয়ন
পরিষদের ৬ নং ওয়ার্ডে অবস্থিত। বরেন্দ্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় কিছু
মহ মানুষ, জনপ্রতিনিধি, দানশীল ব্যক্তি, শিক্ষানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্ঠায় ১৯৬২ সালে
বিদ্যালয় শাখা এবং 1999 সালে কলেজ শাখা খোলা হয় ও ২০০৪ সালে কলেজ শাখা এমপিও ভুক্ত হয়।
শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা/কর্মচারী, স্থানীয়
অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র/ছাত্রী যথেষ্ঠ আন্তরিক। আমি গভর্নিং বডির সভাপতি
হিসেবে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অন্যান্য সদস্যদের নিয়ে নিয়মিত পর্যবেক্ষন করি এবং
প্রতি ৬ মাস অন্তর "অভিভাবক সমাবেশে” নিজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান

করে থাকি। বর্তমানে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা অনেক ভালো। আমি আশা করব চব্বিশ নগর উচ্চ
বিদ্যালয় ও কলেজ থেকে শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখবে।
পরিশেষে আমি অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী, করমকর্তা/করমচারী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবংশিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গলকামনা করছি।

মোঃআব্দুলমজিদ

সভাপতি

গভর্নিংবডি

চব্বিশনগরউচ্চবিদ্যালয় ও কলেজ।

 

 

Read More
section-title

Principal Message

Notice Board

Sl. No Notice Publish Date File
No notices found!

Calendar

Notice Board